ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতি, সহিংসতা ও অরাজকতা থাকবে না। এতে নিবন্ধিত সকল দলের ভোটের অনুপাত অনুযায়ী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং পার্লামেন্টে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সমাধানের সুযোগ সৃষ্টি হবে। রোববার সন্ধ্যায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন কার্যকর হলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভাজন, হানাহানি, হরতাল ও অরাজকতার অবসান হবে। দেশে স্থিতিশীলতা সৃষ্টি হলে বন্ধুপ্রতীম আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমে যাবে।” ফয়জুল করীম আরও বলেন, বিশ্বের প্রায় ৯১টি দেশ পিআর পদ্ধতি অনুসরণ করছে। শতভাগ...