ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে কাঠগড়ায় দাঁড়িয়ে ধমকালেন স্ত্রী লায়লা কানিজ। স্বামীকে উদ্দেশ করে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান বলেন, তার জন্যই এসব হয়েছে। দুদকের মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য রোববার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে তোলা হয় মতিউর দম্পতিকে। সেখানে শুনানির আগে স্ত্রীর তোপের মুখে পড়েন এনবিআরের সাবেক এ কর্মকর্তা। দুপুর ২টা ৫ মিনিটে তাদের কাঠগড়ায় তোলা হয়। তাদের হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন তারা। কখনো মতিউর, কখনো লায়লা কানিজ কথা বলেন। এসময় তারা তাদের মামলা ও পারিবারিক বিষয়ে কথা বলতে থাকেন। কীভাবে মামলা মোকাবেলা করবেন, সে আলোচনাও হচ্ছিল। এর এক পর্যায়ে মতিউর রহমান মাথা এগিয়ে কথা বলতে গেলে লায়লা কানিজ...