রাজশাহীর শালবাগান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে বণিক সমিতির সদস্য ও এলাকাবাসী একত্রিত হয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। এ লক্ষ্যে সম্প্রতি একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে এলাকার চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেন স্থানীয়রা।শালবাগান বণিক সমিতির সভাপতি খাজা তারেক সিজারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মেহেদী মাসুদ।প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার শাফিন মাহমুদ বলেন, “যেকোনো ধরনের অপরাধ রোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই নীতিতে বিশ্বাস রেখে, জনগণের সহযোগিতায় ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর...