টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে নারী ১০০ মিটার স্প্রিন্টে ইতিহাস রচনা করলেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতলেন সোনার পদক, যা নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড। রূপান জিতেছেন জ্যামাইকার টিনা ক্লেটন (১০.৭৬), আর ব্রোঞ্জ পান গত অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড (১০.৮৪)। “আমি এই মুহূর্তটার স্বপ্ন দেখছিলাম। চাপ হিসেবে না দেখে এটাকে উপভোগ করেছি, আর সেই মানসিকতার ফলেই আজ সোনার পদক পেলাম,” উচ্ছ্বসিত কণ্ঠে বলেন বিশ্ব চ্যাম্পিয়ন জেফারসন-উডেন। তবে পুরো স্টেডিয়ামের সবচেয়ে বড় করতালি গেছে জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে। ‘পকেট রকেট’ নামে পরিচিত এই কিংবদন্তি ১১.০৩ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে থাকলেও দর্শকদের হৃদয় জয় করেছেন বিদায়ী দৌড়ে। ৩৮ বছর বয়সী ফ্রেজার-প্রাইস এটাই ছিল তাঁর নবম ও শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্ট। যদিও তিনি এখনও ৪x১০০ মিটার রিলেতে নামার...