রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় তারা অবরোধ স্থগিত করেন।তবে তারা সোমবারও (১৫ সেপ্টেম্বর) একই দাবিতে ফের অবরোধ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি গ্রেপ্তার হওয়া আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে মুক্তিরও দাবি জানিয়েছেন তারা। রোববার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কসহ ভাঙ্গার সাতটি স্থানে কাফনের কাপড় পরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় নকশিকাঁথা ট্রেন আটকানো হয় এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা জংশনে থেমে থাকে। আলগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. এসকেন্দার মিয়া বলেন, আমাদের ইউপি চেয়ারম্যানকে মুক্তি দিতে হবে। ভাঙ্গা সার্কেল এসপি ও ওসি এসে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার কথা জানিয়ে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। তবে আমরা জানিয়েছি, তাদের সম্মানেই আজকের মতো বিকেল সাড়ে ৫টায় অবরোধ স্থগিত করছি। সোমবার একই...