কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সংঘটিত সহিংসতার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর মডেল থানায় এ মামলা গ্রহণ করা হয়। একটির বাদী জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, অন্যটি করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পাল। থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটিতে আসামিদের নাম উল্লেখ করা হয়নি এবং সংখ্যা নির্দিষ্ট নয়। অপরদিকে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাণ্ডবের ঘটনায় জেলা ক্রীড়া কর্মকর্তা বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। ওই মামলার এজাহারে টিকিট ইজারাদার ইব্রাহিম বাবু ও মুন্নার নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। স্টেডিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রামু ও টেকনাফ উপজেলা একাদশের...