অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কারাগারে পাঠানো বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির রমনা থানায় মামলাটি করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বাংলানিউজকে বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তার মামলাটি বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল তার রিমান্ড শুনানি হবে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে এনায়েত করিম চৌধুরীকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন...