ঢাকা:১৩ মাস ধরে বেতনবঞ্চিত শিক্ষকদের বিরুদ্ধেই এবার মিথ্যা ও বানোয়াট তথ্য ছাড়ানোর অভিযোগ তুলেছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম। তার দাবি, আওয়ামীপন্থী কিছু কুচক্রী শিক্ষক এই প্রতিষ্ঠানের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি মিথ্যা তথ্য সন্ত্রাস ছড়িয়ে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন।আওয়ামীপন্থী কুচক্রীমহলটি গত ১৭ বছর তিলে তিলে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েও ক্ষান্ত হয়নি, বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উস্কানি দিয়ে যাচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্ট ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে 'যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক অবস্থা নিয়ে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, আমার ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যেসব অভিযোগ করা হয়েছে...