কেয়ামতের দিন মহানবি (সা.) কীভাবে ‘মাকামে মাহমুদ’ লাভ করবেন তা বর্ণিত হয়েছে সহিহ বুখারি ও সহিহ মুসলিমে সংকলিত এই হাদিসটিতে: আনাস (রা.) থেকে বর্ণিত নবি (সা.) বলেছেন, কেয়ামতের দিন মুমিনরা হাশরের ময়দানে আটকে থাকা অবস্থায় ভীষণ চিন্তিত ও অস্থির হয়ে বলবে, যদি আমরা আমাদের রবের কাছে কারো মাধ্যমে সুপারিশ করাই, তাহলে হয়তো এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তারা সুপারিশের জন্য প্রথমে আদমের (আলায়হিস সালাম) কাছে যাবে বলবে, আপনি মানবজাতির পিতা। আল্লাহ নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছিলেন ও জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, ফেরেশতাদের দিয়ে সিজদাহ করিয়েছিলেন এবং সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছিলেন, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন, যেন তিনি আমাদের এ কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে প্রশান্তি দান করেন। আদম (আ.) বলবেন, আমি এ কাজের যোগ্য নই।...