ঢাকা:রাজধানীর কদমতলী থানা এলাকায় অন্য নারীকে বিয়ে করতে বাধা দেওয়ায় প্রেমিকের হাতে খুন হন রোকসানা নামের এক নারী। এ ঘটনায় ওই প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার তিনজন হলেন- প্রেমিক সাইফুল (২৪), তার বোন সুমি আক্তার (৩২) ও ভগ্নিপতি এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২)। রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কদমতলী থানার জুরাইন বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। কদমতলী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’- এর মাধ্যমে কদমতলী থানার ডিউটি অফিসার জানতে পারেন, লাল মিয়া সড়কের হাজী মিছির আলীর বাড়ির সামনে পাকা রাস্তার পাশে...