নারায়ণগঞ্জের রুপগঞ্জে মুড়াপাড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্পডেস্কে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। এসময় শিবিরের কয়েকজনকে মারধর করে ব্যানার ছিঁড়ে ফেলা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিবির কর্মী সাইদুল হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। জানা যায়, হামলায় আবরারুল হক, সাইদুল ইসলাম শান্ত, বিল্লাল মিয়া ও সিফাতসহ কয়েকজন আহত হন। এছাড়া হামলা ও মারধরের ছবি-ভিডিও ধারণ করলে ছাত্রদল কর্মীরা সেগুলো ডিলিট করতে বাধ্য করে বলে অভিযোগ শিবির কর্মীদের। থানায় অভিযোগকারী সাইদুল হাসান জানান, তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা দিয়েছেন। ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তিনি রূপগঞ্জ থানার মুড়াপাড়া কলেজ শিবিরের সঙ্গে যুক্ত। কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে সহায়তার জন্য শিবিরের পক্ষ থেকে দুটি হেল্পডেস্ক বসানো হয়। সেখানে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তিনিও...