মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ‘সিন্ডিকেট’ করে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩ রিক্রুটিং এজেন্সির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে জানা যায়, শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র চেয়ে পাঁচগুণ পর্যন্ত অর্থ নিয়ে এজেন্সিগুলো এই অর্থ আত্মসাৎ করেছে। এ বিষয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। নতুন মামলায় আসামির সংখ্যা হতে পারে ৩১ জন। এর আগে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের প্রতিষ্ঠানসহ ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে একই অভিযোগে মামলা করেছিল দুদক। ২০২২ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় এসব অনিয়ম সংঘটিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) বিভিন্ন পদে থেকে...