বরগুনার বেতাগীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা বাড়াতে ওয়েভ ফাউন্ডেশন একটি প্রকল্প বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে ওয়েভ ফাউন্ডেশনে ‘জলবায়ু অর্থায়ন ও সততার উপর সক্ষমতা বৃদ্ধি: জবাবদিহিতা ও টেকসইতার জন্য সাংবাদিকদের নেতৃত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের কাজ করছেন ওয়েভ ফাউন্ডশন। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, এই প্রকল্পে মাঠপর্যায়ে কার্যক্রম তেমন দেখা যাচ্ছে না, বরং দায়সারাভাবে কাজ চলছে। জানা যায়, প্রকল্পটির মূল উদ্দেশ্য স্থানীয় সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষ করে তোলা, যাতে তারা জনগণের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। কিন্তু বাস্তবে কয়েকটি আনুষ্ঠানিক সভা-সেমিনার ছাড়া প্রকল্পের কার্যক্রম খুব একটা দৃশ্যমান নয়। অনেক সাংবাদিকই জানিয়েছেন, তাদেরকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। আবার যারা যুক্ত হয়েছেন, তারাও বলছেন, কেবল কাগজপত্রে কার্যক্রম চালানো হচ্ছে, মাঠে সচেতনতা বা দক্ষতা বৃদ্ধির মতো...