পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নের জন্য সাত দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত বিভাগীয় সমাবেশের প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগের সকল জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর আইডিইবি ভবনের সভাকক্ষে বরিশাল জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. মাহফুজুর আলম মিঠু’র সভাপতিত্বে এবং আইডিইবি বরগুনা জেলার সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলার ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কাজী মুজিবুর রহমান, ভোলা জেলা আইডিইবি সভাপতি মো. ইউনুস, পটুয়াখালী জেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন, বরিশাল জেলা আইডিইবি’র সদস্য সচিব মো. শাহিন মিয়া, পিরোজপুর জেলা সংগ্রাম কমিটির সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, পটুয়াখালী জেলার আইডিইবি’র সাধারণ সম্পাদক পিন্টু তালুকদার...