খবর টি পড়েছেন :২২০জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ‘সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।’ সম্প্রতি লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।এর আগে গত শুক্রবার লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনারে যোগ দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ বিষয়ে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক...