ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রত্যাশিত ফল না পেয়ে এবার সংগঠন পুনর্গঠনের কথা চিন্তা করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। নাম পরিবর্তন, কর্মসূচির পুনর্মূল্যায়ন, নেতৃত্বে পরিবর্তন ও যাচাই-বাছাইসহ এমন নানা পরিবর্তনের আলোচনা সামনে আসছে।গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে হতাশাজনক ফল পায় বাগছাস সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল। ডাকসুর ২৮টি পদের একটিতেও তারা জিততে পারেনি। এমনকি ভোটের হিসেবে ভিপি, জিএসের অবস্থান ছিল পঞ্চম স্থানে। তবে হল সংসদে তুলনামূলক ভালো করেছে সংগঠনটি। সেখানে ছাত্রশিবিরের পর তাদের অবস্থান। অন্যদিকে জাকসুর ফলেও আসেনি প্রত্যাশিত সাফল্য। জাকসুতে ২৫ পদের মধ্যে সমাজসেবা সম্পাদক পদসহ ২টি পদে জয় লাভ করে বাগছাস সমর্থিত প্যানেল।এমন ফলাফলের পর নড়েচড়ে বসেছেন সংগঠনটির নীতিনির্ধারকরা। সংগঠনের আমূল সংস্কারের কথা ভাবছেন। জাতীয় নাগরিক পার্টিতেওব(এনসিপি) এ নিয়ে আলোচনা...