১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম গাজীপুর মহানগরের সদর থানার গজারিয়াপাড়া কবির মার্কেটে শনিবার রাত সাড়ে ৭টার দিকে প্রকাশ্যে চাঁদাবাজির চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ব্যাটালিয়ন পুলিশের সদস্য শিহাব মোশারেফ সৈকত(২১) ও মীর মোহাম্মদ শাকিল (২১)নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, সিয়াম ইলেকট্রনিক্স স্টোরের মালিক মাসুম মোল্লা ও তার বাবাকে লক্ষ্য করে আটক শিহাব কোমর থেকে পিস্তল বের করে বলে, “কথা বললে গুলি করে মেরে ফেলব।” এরপর দোকানে থাকা শাকিলসহ আরও ১২-১৪ জন সহযোগী মাসুম মোল্লার কাছে প্রথমে নগদ ৫ লাখ টাকা এবং প্রতি মাসে আরও ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবির প্রেক্ষিতে অস্বীকৃতি জানালে দোকান মালিক ও তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়।...