১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত দিনের মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজনৈতিক কারণে গণহারে পাস ও জিপিএ-৫ বাড়ানোর মতো সিদ্ধান্ত ছিলো না। যে কারণে এবছর পাশের হার কম এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে। তবে এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধা মূল্যায়িত হয়েছে। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ, আলোকিত সমাজ ও দেশ গড়তে আলোকিত মানুষ চাই। তোমরাই অলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। তোমাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। রোববার (১৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন তিনি। ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে...