বৈষম্যবিরোধী আন্দালন চলাকালে ঢাকার চানখাঁরপুল এলাকায় গুলিতে এক আন্দোলনকারীর নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তিন প্রত্যক্ষদর্শী। রোববার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং দুজন পুলিশ সদস্য সাক্ষ্য দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নাম মো. সৌরভ আহমেদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্র। সৌরভ এ মামলার ১৪ নম্বর সাক্ষী। গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখাঁরপুলে ছয়জন নিহত হন। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে এ মামলা চলছে। সাক্ষ্যে সৌরভ আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ওই বছরের ৫ অগাস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে রায়সাহেব বাজারের মেস থেকে সকাল ৯টায় বের হয়ে তিনি চানখাঁরপুল এলাকায় যান।...