রংপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে বিভাগীয় পর্যালোচনা সভার ভার্চ্যুয়াল প্রেজেন্টেশনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। আর উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এটি গ্রহণযোগ্য নয়, ফ্যাসিবাদের অনেক রূপ আমরা লক্ষ করছি।’ রোববার দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার। কর্মশালায় অংশ নেওয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কর্মশালা শুরুর পর বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চ্যুয়াল প্রেজেন্টেশন দেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানী। প্রেজেন্টেশনে দেখা যায়, মনিটরে স্ক্রিপ্টের ওপরে শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাঁদের বাণী। পরে এ নিয়ে হইচই শুরু...