আগামী ১৬ ডিসেম্বরের পর বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বাণিজ্যিক ভূমি নিবন্ধন হবে শতভাগ অনলাইনে। এ তথ্য দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ রোববার বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না। গত এক বছর রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে দেশী-বিদেশি বিনিয়োগে ভাটা পড়েছে। অন্যদিকে বিনিয়োগকারীদের ব্যবসা শুরু করতে ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রতিটি ধাপে নানা প্রতিবন্ধকতা পড়তে হয়। এমন অবস্থায় অনেক বিনিয়োগকারী দেশে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলে। বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস ওএসএস প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরের ৫টি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়, যার ফলে এখন থেকে এই প্ল্যাটফর্মে ৪৭টি...