পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরের সাগরে সাঁতার কাটতে নেমে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর পর্যটক মাহিদ আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ডিমের চরের দক্ষিণ পাশের সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান জেলেরা। পরে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।আরো পড়ুন:স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধারগোপালগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার এর আগে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে কচিখালী ডিমের চরে সাগরে সাঁতার কাটতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে যান মাহিদ আব্দুল্লাহ। এরপর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা তাকে উদ্ধার অভিযান চালিয়ে আসছিল। নিহত মাহিদ আব্দুল্লাহ ঢাকার মিরপুর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। পূর্ব সুন্দরবন...