গত জুলাইয়ে কলকাতা হাইকোর্ট রায়ে শামিকে তাঁর বিচ্ছিন্ন স্ত্রী হাসিন জাহান ও কন্যার জন্য মাসিক ৪ লাখ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়। ২০১৪ সালে হাসিনের সঙ্গে বিয়ে হয় শামির, ২০১৫ সালে জন্ম নেয় তাদের মেয়ে। তবে ২০১৮ সালে সম্পর্ক ভেঙে যায়, যখন হাসিন শামির গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ আনেন।এই অভিযোগ নিয়েই শামি বলেন, ‘আমার বিরুদ্ধে এত অভিযোগ আনা হয়েছে যে হয়তো একজন সন্ত্রাসীর বিরুদ্ধেও এত অভিযোগ ওঠে না। অনেক সময় এমন কিছু নিয়েও বলা হয়, যা আদৌ নেই। সেটিই সবচেয়ে ভয়ঙ্কর।’ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামিসাম্প্রতিক সময়ে ক্রিকেটেও খুব একটা ভালো সময় কাটছে না শামির। ২০২৫ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নয় ম্যাচে মাত্র ছয় উইকেট নিয়েছেন তিনি। ভারতের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি টেস্ট সিরিজেও দলে ছিলেন না। সর্বশেষ জাতীয় দলে খেলেছেন চলতি...