ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ভালুকার চার সাংবাদিকের বিরুদ্ধে বনবিভাগ গায়েবি ও প্রতিহিংসামূলক মিথ্যা মামলা করেছে। সেই সব মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সকালে স্থানীয় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গত অক্টোবর মাসে ‘বনায়ন ছাড়াই অর্থ লোপাট’ শিরোনামসহ তৎকালীন কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন ও ভালুকা রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার হারুন অর রশীদ খানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ প্রচার হয়। সেই সব প্রকাশিত সংবাদ বনবিভাগ তদন্ত করে গত ১৩ আগস্ট হবিরবাড়ি বিট অফিসার আনোয়ার হোসেনকে সামায়িকভাবে বরখাস্ত করেন। সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর পেছনের তারিখ দিয়ে ১-১১ আগস্টের মাঝে আনোয়ার হোসেন ও হারুন অর রশীদ খান হয়রানির উদ্দেশ্যে ভালুকায় কর্মরত দৈনিক যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল,...