এক হাত জমি—মাপতে গেলে মাত্র দেড় থেকে দুই ফুট জায়গা। কিন্তু এই সামান্য জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তাক্ত পরিণতির দিকে নিয়ে গেল দুটি পরিবারকে। প্রাণ গেল একজনের, আহত অন্তত ১৫ জন। আর মা হাজেরা খাতুনের কণ্ঠে উঠে এল একটাই আকুতি: “আমি বিচার চাই।” ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে। স্থানীয় বাসিন্দা আবদুল হেলিম ও তার প্রতিবেশী জসিম উদ্দিনের মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন ধরেই। বিষয়টি ছিল এক হাত জায়গা নিয়ে, কিন্তু তা থেকেই জমে থাকা উত্তেজনা গড়িয়ে যায় সহিংসতায়। প্রথম দফা সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার, যখন দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। আহত হন অন্তত ৯ জন। এরই জের ধরে শুক্রবার সকাল সাতটার দিকে ফের শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। এইবার আহত হন আবদুল হেলিমের ভাতিজা...