১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম মনে কষ্ট থাকলেও জাতীয় বিভিন্ন ইস্যুতে সমঝোতায় আসতে রাজনৈতিক দলগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা নানান যুক্তি দিতে পারি, যুক্তির কোনো শেষ নেই। কিন্তু সমাধান সমঝোতায়, এ সমাধানের পথে আমাদের থাকতে হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, যখনই সনদ করবেন, কোলাকুলি করে একমত হয়ে করবেন। তাহলে নির্বাচন আয়োজন সার্থক হবে। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার সুযোগ দিয়ে গেলো, সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করাই এর একমাত্র সমাধান। দেশের শান্তি বড় শান্তি মন্তব্য...