সঙ্গীত সংগঠন ‘রবিরশ্মি’ তার ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছিল দু’দিনব্যাপী অনুষ্ঠান ‘অভয় বাজে হৃদয় মাঝে’। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শুক্র ও শনিবার) বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের পরিচালক ও দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ। এসময় সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী এ. এম. এম মহিউজ্জামান চৌধুরী ময়নাকে। প্রথম দিনে একক সঙ্গীত পরিবেশন করেন এ. এম. এম মহিউজ্জামান চৌধুরী ময়না। রবিরশ্মির শিল্পীবৃন্দ পরিবেশন করেন গীতি আলেখ্য ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’ যার পরিচালনায় ছিলেন মহাদেব ঘোষ।নৃত্য পরিবেশন করেন রাধিকা তাসাল্লুম রিয়ন্তী ও আবিদ হাসান রাতুল, নৃত্য পরিচালনা করেন মো. জাবেদ হোসেন। আবৃত্তি করেন বাচিক শিল্পী বেলায়েত হোসেন।এছাড়া একক গান পরিবেশন করেন সুকুমার চক্রবর্তী, দিলীপ কুমার দাস, শাশ্বতী মাথিন, হ্যাপি...