রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই–বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্তত ২২টি দল উত্তীর্ণ হয়েছে। দলের কার্যক্রম মাঠপর্যায়ে তদন্তের পরে চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে এনসিপিসহ দুটি দল। তবে অন্যান্য দলগুলো যেন নিবন্ধন পেতে পারে সেই জন্য ইসিতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার নতুন রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেতে কিছু দল আলোচনায় রয়েছে। তার মধ্যে অন্যতম এনসিপি ও ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বাধীন বাংলাদেশ আম জনগণ পার্টিসহ কয়েকটি দল। দলগুলো নিবন্ধন পেতে ইসিতে দৌড়ঝাঁপ করছে। তবে নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত করেনি ইসি। নিবন্ধন পেতে আগ্রহী এমন ২২টি দলকে ডাকে ইসি। রোববার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে নিবন্ধন পেতে আগ্রহী এমন ১৩টি দলের...