দক্ষিণী সিনেমার সুপারস্টার রাশমিকার হাতে ঝলমল করছে একটি বড় হীরার আংটি। এ ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় চলচ্চিত্র অঙ্গনে। তবে কি সবার আড়ালে, চুপি চুপি বাগদান সারলেন রাশমিকা মান্দানা? পাত্র কি বিজয় দেবারাকোন্ডা? এমন প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে। অবশেষে আসল ঘটনা প্রকাশ্যে এসেছে। বাগদান নিয়ে আসল সত্যিটা জানালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দুবাইয়ে অনুষ্ঠিত ‘সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস’র রেড কার্পেটে হাজির ছিলেন রাশমিকা। শ্যাম্পেন রঙা শাড়িতে দ্যুতি ছড়াচ্ছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা নজর কেড়েছিল, তা হলো তার বাম হাতের অনামিকায় বিশাল বড় একটি হীরার আংটি। এই আংটি দেখে অনেকেই কার্যত নিশ্চিত হয়েছিলেন যে বাগদান সেরে ফেলেছেন বিজয় আর রাশমিকা। তাদের প্রেমের গুঞ্জন মোটেই নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের কথা স্বীকার না করলেও, প্রায়ই একসঙ্গে ঘুরতে যান তারা। সোশ্যাল মিডিয়ায়...