মুন্সীগঞ্জের শ্রীনগরে খালের পানিতে ডুবে তামিম ভূইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শামীম ভুইয়ার ছেলে। এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে শিশু তামিম পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে খালের পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩ টার দিকে খালের পানিতে তার স্যান্ডেল ভাসতে দেখলে সন্দেহ হয়। এ সময় তাকে খাল থেকে...