নীলফামারীতে উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও মুক্তিপণ আদায়ের ষড়যন্ত্রে জড়িত শ্রমিক ছাইদুল ইসলাম ওরফে সাইফুলকে (২৫) পুলিশ উদ্ধার ও গ্রেপ্তার করেছে। পুলিশের তদন্তে জানা গেছে, ছাইদুল নিজেই আত্মগোপনে ছিলেন। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে স্ত্রীকে ইপিজেড থেকে আনার কথা বলে বাড়ি থেকে বের হন এবং নিখোঁজ হন। বিষয়টি নিয়ে তার পিতা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ছাইদুলকে ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৯টা ২৮ মিনিটে সৈয়দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাথী ফার্মেসীর সামনে থেকে উদ্ধার করে। অচেতন অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) এ বি এম ফয়জুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তে প্রমাণিত হয়েছে যে, ছাইদুল কয়েকজনের সঙ্গে...