আব্দুর রশিদ জিতু:৩৩ বছরের চাওয়া পূর্ণতা পেয়েছে। এই জাহাঙ্গীরনগর আমাকে চেয়েছে বিধায় আজ ভিপি নির্বাচিত হয়েছি। ক্যাম্পাসের প্রতিটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ, দায়বদ্ধ। আমার প্রতিটি কাজ হবে শিক্ষার্থীদের নিয়ে। তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। আব্দুর রশিদ জিতু:আমার প্রথম কাজ হবে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। পাশাপাশি সব দলমত ও ধারার শিক্ষার্থীদের একসঙ্গে নিয়ে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর তৈরি করা। বাংলা ট্রিবিউন:শিক্ষার্থীদের বর্তমানে বড় সমস্যা কোনগুলো বলে আপনি মনে করেন? আব্দুর রশিদ জিতু:বর্তমানে অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে—নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, ক্লাসরুম সংকট, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, হলগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও পরিবহন খাতের সমস্যা। এসবকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আব্দুর রশিদ জিতু:আসলে জাকসুর নেতা কিংবা ভিপি...