যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ানের মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চার মাদকসেবী ও এক জুয়াড়ি আটক হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম কুমার মণ্ডলসহ একদল ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আজিম হোসেন (১৯), লস্কারপুর গ্রামের আবু বক্কারের ছেলে ইসরাফিল (৫৮), ঝিনাদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামের আশিক (২০), কালুহদা গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৮) এবং ইছাপুর গ্রামের হাসেম আলীর ছেলে ইয়াসিন (২৫)। অভিযানের পর মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। এসময় উপস্থিত ছিলেন ওসি আনোয়ার হোসেন। মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড...