নিম্নমানের খাবার, ওজন কমিয়ে দেয়া, অতিরিক্ত খরচ চাপানোসহ নানা অভিযোগের সত্যতা পায় দুদক টিম। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের খাবার ও চিকিৎসা সেবায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে। নিম্নমানের খাবার, ওজন কমিয়ে দেয়া, অতিরিক্ত খরচ চাপানোসহ নানা অভিযোগের সত্যতা পায় দুদক টিম। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি দল হাসপাতাল পরিদর্শন করে এসব অনিয়ম উদঘাটন করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আল-আমিন। তিনি জানান, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে নিয়মিত কারচুপি চলছে। নিয়ম অনুযায়ী সকালের নাশতায় প্রতিজনকে ১০০ গ্রাম পাউরুটি দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৮২ গ্রাম। ডিমের ক্ষেত্রেও একই অনিয়ম; বাজার দরের তুলনায় ছোট সাইজের ডিম সরবরাহ করা হচ্ছে। দুপুরের খাবারে ৮০ গ্রাম মুরগির মাংস দেয়ার নিয়ম থাকলেও...