অন্তর্ভুক্তিমূলক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) গঠনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চার দফা দাবি এবং আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলে সংগঠনটি। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লিখিত বক্তব্যের মাধ্যমে দাবিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেকদিন ধরে একটি অন্তর্ভুক্তিমূলক চাকসু গঠনের দাবিতে আন্দোলন করে আসছি। চাকসুর গঠনতন্ত্র সংস্কারের সময় থেকে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং প্রতিবারই কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে গত ২৮ আগস্ট নির্বাচনের তফসিল এবং ১১ সেপ্টেম্বর নির্বাচন আচরণবিধি প্রকাশিত হওয়ার পরও দেখা যাচ্ছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনসহ তাদের চার দফা দাবি কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। ‘আগামী ১২ অক্টোবর...