গাজীপুরে ৫৭ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মোহাম্মদিয়া গ্রুপের এমজি নিট ফ্লেয়ার এবং এমজি ফ্যাশন সোয়েটার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন। সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন। তারা বলছেন, প্রয়োজনে এখানে মৃত্যু হবে। তবু দাবি পূরণ না হওয়া পর্যন্ত কারখানা গেট থেকে সরবেন না। ওই পোশাক কারখানা এলাকায় বিশৃঙ্খলা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ এবং কলকারখানা অধিদফতরের কর্মকর্তারাও শ্রমিকদের সঙ্গে অবস্থান করছেন। বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিকদের হাতে, অবৈধ বহিষ্কার বন্ধ করো, শ্রমিকদের চাকরিতে বহাল করো, বেআইনি বহিষ্কার মানি না, মানেবা না, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, চাকরি ফেরত দাও নইলে আন্দোলন তীব্র হবে লেখা সংবলিত বিভিন্ন...