নয়াদিল্লি, বেজিং ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার একক যুদ্ধ নয়, বরং জি-৭ এবং নেটোকে সঙ্গে নিয়ে ৩৩টি দেশকে ভারতের ও চিনের বিরুদ্ধে শুল্কযুদ্ধে নামানোর পরিকল্পনা করছেন। মূল লক্ষ্য – রাশিয়া থেকে খনিজ তেল আমদানি বন্ধে এই দুই দেশকে আর্থিক চাপে ফেলা।প্রচলিত প্রবাদ “একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর” যেন হুবহু মিলে যায় বর্তমান পরিস্থিতির সঙ্গে। রুশ ‘উরাল ক্রুড’ কিনে পুতিনের যুদ্ধ তহবিলে অর্থ জোগাচ্ছে বলে অভিযোগ ভারতের ও চিনের বিরুদ্ধে। সেই যুক্তিতেই উচ্চহারে শুল্ক চাপানোর জন্য জি-৭ ও নেটোর সদস্যদের উপর প্রবল চাপ সৃষ্টি করছেন ট্রাম্প।জি-৭-এ থাকা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি ইতিমধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির পথে এগিয়েছে বা সম্পন্ন করেছে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে, ট্রাম্পের শুল্ক চাপানোর আহ্বানে সরাসরি সাড়া দেওয়া এই...