আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হেনা বুলবুলির ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ করেছে পুলিশ। রোববার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্র জানায়, হেনা বুলবুলি গত তিন বছর ধরে সার মজুদ করে আসছিলেন। তার স্বামী মজনু চৌকিদার ও ছেলে হাসান চৌকিদার অতিরিক্ত দামে এসব সার বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। গত বুধবার তারা আমতলী থেকে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ক্রয় করে উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাড়িতে মজুদ করেন। অভিযোগ, এ সারের মধ্যে গত তিন দিনে ৮৬ বস্তা অতিরিক্ত দামে বিক্রি করা হয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান অভিযান চালিয়ে ৬৪ বস্তা সার জব্দ করেন। জব্দকৃত সারের মধ্যে...