গাজীপুরের কাপাসিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনিতে মোজাম্মেল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মোজাম্মেল উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের বাসিন্দা এবং সিরাজউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে দক্ষিণগাঁও গ্রামের মতিউর রহমানের বাড়ি থেকে কয়েকটি হাড়ি-পাতিল ও আসবাবপত্র চুরি করে বস্তায় ভরছিলেন মোজাম্মেল। সন্দেহজনকভাবে জিনিসপত্র বহন করতে দেখে স্থানীয়রা প্রশ্ন করলে তিনি অসংলগ্ন জবাব দেন। পরে বস্তা খুলে ভেতরে চুরি হওয়া মালামাল পাওয়া গেলে গ্রামবাসী তাঁকে মারধর করে গুরুতর আহত করে। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে তাঁর মৃত্যু হয়। সনমানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তৌহিদুজ্জামান সরকার তপন জানান, নিহত...