নিহতরা হলো- ওই এলাকার আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)। স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশেই খেলছিল ওই দুই শিশু। পরে তাদের দুজনের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা...