চট্টগ্রাম নগরের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, সরকারি ফি প্রদানের পাশাপাশি ঘুষ না দিলে ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যায় না। আর ঘুষ না দিলে আবেদনকারীদের নানা হয়রানির শিকার হতে হয়। সর্বশেষ অভিযোগ উঠেছে উত্তর পতেঙ্গা মৌজার খেজুর তলার বাসিন্দা সফিকুর রহমানের জমি নামজারি নিয়ে। তিনি বিএস নামজারি খতিয়ান ২৫-১০৩১৬ ও বিএস দাগ ৩৪৪৫ অনুযায়ী ৭৯১২ নং “নির্দায় সাফ বিক্রয়” কবলা মূলে ৬ শতক জমি কিনে মালিকানা ও দখল পেলেও ভূমি অফিস এখনো নামজারি দিচ্ছে না। উল্টো তার জমির বিরুদ্ধে মিস মামলা (মামলা নং ৬৮/২৫, তারিখ ২২/০৫/২৫ ইং) দেখিয়ে তাকে নানাভাবে হয়রানি করছে। ভুক্তভোগী সফিকুর রহমান ও জমিদাতা বশির অভিযোগ করেছেন, পতেঙ্গা সার্কেল ভূমি অফিস, তহসিলদার, কথিত কর্মচারী, অফিস সহকারী, সেটেলমেন্ট অফিসার...