জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে হাজির করা হয় এই দুজনকে। দুপুর ২টা ৫ মিনিটে তাদের কাঠগড়ায় তোলা হয়। এই সময় তাদের মধ্যে এক অদ্ভুত মুহূর্ত ঘটে, যখন মতিউর রহমান কথা বলতে গিয়ে স্ত্রীর কাছে ধমক খান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় লায়লা কানিজ তার স্বামীকে বলেন, ‘তুমি চুপ থাকো। তোমার জন্য এসব হয়েছে।’ এই ধমকের পর মতিউর চুপ হয়ে যান এবং স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ ফিসফিস করে কথা বলতে থাকেন। এ সময়, আইনজীবীরা তাদের সঙ্গে কথা বলছিলেন এবং কীভাবে মামলা মোকাবেলা করতে হবে সে সম্পর্কে আলোচনা চলছিল। এমনকি এক পর্যায়ে লায়লার...