অবশেষে এশিয়া কাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি মাঠে গড়াচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ 'এ'-এর ম্যাচটিতে টস জিতে এরইমধ্যে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। টস হেরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন,'আমরা প্রথমে বোলিং করতেই চাইছিলাম, তাই খুশি। আগের ম্যাচে পাশের উইকেটে খেলেছি, ওটা ভালো উইকেট ছিল এবং রাতে ব্যাটিং করার জন্য আরও উপযোগী। আবহাওয়া আর্দ্র, তাই শিশির পড়ার আশা করছি। একই একাদশ খেলছে। ' আর টসজয়ী পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, 'আমরা ব্যাটিং করব। ভালো ক্রিকেট খেলছি, দারুণ উচ্ছ্বসিত। উইকেটটা কিছুটা ধীর মনে হচ্ছে। আগে ব্যাট করে ভালো রান তুলতে চাই। একই একাদশ নামছে। এখানে প্রায় ২০ দিন ধরে আছি, তাই কন্ডিশনের সঙ্গে...