আমি শিবের ভক্ত, তাই বিষও গিলে ফেলি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারাঙে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সমালোচনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। মোদীর অভিযোগ, বিরোধীরা তার প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়েও অশালীন মন্তব্য করেছে। সমাবেশে মোদী বলেন, আপনি আমাকে যতই গালি দেন না কেন, আমি ভগবান শিবের ভক্ত। আমি সব বিষ গিলে ফেলি। কিন্তু যখন অন্য কাউকে অপমান করা হয়, আমি তা সহ্য করতে পারি না। ‘আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে ও বলবে, মোদী আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার দেবতা। তাদের সামনে না বললে কোথায় বলব? তারাই আমার মাস্টার, দেবতা, রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনো রিমোট কন্ট্রোল নেই।’ সম্প্রতি বিহারে নির্বাচনী প্রচারে আরজেডি-কংগ্রেসের একটি মঞ্চ থেকে মোদী ও...