মানবতাবিরোধী অপরাধ করলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কোনো অভ্যন্তরীণ সামরিক আদালতে নয় বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, দেশের প্রচলিত ফৌজদারি আদালতেও সম্ভব নয়। কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২ এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। সূচনা বক্তব্য উপস্থাপনের পর ট্রাইব্যুনাল প্রশ্ন তোলেন, ডিফেন্সের উচ্চপদে যারা আছেন, তাদের বিচার এ ট্রাইব্যুনালে হবে নাকি অন্য ট্রাইব্যুনালে। এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এ বিতর্ক অহেতুক। আইন সংশোধন করে তাদের (সশস্ত্র বাহিনী) যুক্ত করা হয়েছে। এ সময় আইনের বিভিন্ন ধারা-উপধারা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর সাংবাদিকদের চিফ প্রসিকিউটর...