সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সারাদেশে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে। দেশটিতে অবৈধভাবে বসবাস, সীমান্ত অতিক্রম ও শ্রম আইনের লঙ্ঘনের বিরুদ্ধে এই এই অভিযান পরিচালিত হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে ১২ হাজার ৯৫৫ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ১৯৮ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য এবং ৪ হাজার ১৮৬ জনকে শ্রম বিধি ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়। মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৬৮৭ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ২৫ হাজার ১৩৩ জন তাদের নিজ দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়ায় আছে এবং ২ হাজার ৩৪৯ জন দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১...