
জনপ্রিয় মার্কিন কফিহাউস স্টার বাকসের বিরুদ্ধে ট্রেড মার্কের লড়াইয়ে জিতে বিশ্বব্যাপী নজর কেড়েছে করাচির ক্যাফে সাত্তার বকশ। এটি শুধু কফির জন্যই নয়, বরং মজা করে বানানো ব্র্যান্ডিংয়ের কারণেও আলোচনায় আসে। সাত্তার বকশের গোল সবুজ লোগোতে গোঁফওয়ালা একজন ব্যক্তির ছবি দেওয়া আছে যা অনেকের কাছে স্টারবাকসের বিখ্যাত মৎসকন্যার প্রতীকের মজার এক অনুকরণ মনে হয়েছিল। নাম ও নকশাটি অনলাইনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর ফলে কৌতূহল ও সমালোচনা উভয়েরই জন্ম নেয়। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আইনি লড়াইয়ে। স্টারবাকসকে আইনি লড়াইয়ে গেলেও তখন পাকিস্তানে স্টারবাকসের কোনো শাখা ছিল না। ২০১৩ সালে উদ্যোক্তা রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ ‘সাত্তার বকশ’ চালু করেন। শুরু থেকেই তাদের ব্র্যান্ডিং আলোচনায় আসে এর দৃশ্যমান ও উচ্চারণগত সাদৃশ্যের কারণে। তবে ক্যাফের প্রতিষ্ঠাতারা জোর দিয়ে বলেন, তাদের ব্র্যান্ড...