কাতারে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই প্রেক্ষাপটে কাতারের রাজধানীতে জড়ো হচ্ছেন আরব ও ইসলামি দেশগুলোর নেতারা। সোমবার শুরু হবে জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গত সপ্তাহে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। তবে যাদেরকে নিশানা করা হয়েছিল তারা জীবিত আছেন। এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি বলেছেন, সম্মেলনে ইসরায়েলি হামলা নিয়ে একটি প্রস্তাব খসড়া করা হবে। এটি আবারও প্রমাণ করে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে। রবিবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে খসড়াটি চূড়ান্ত হবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বলেছেন, এই হামলা পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে...