সিলেট নগরীতে চলমান বিশেষ অভিযানে ৩৬ ঘণ্টায় ৭৩ জন আসামিকে আটক করেছে মহানগর পুলিশ (এসএমপি)। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে শুক্রবার রাত ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক এবং নানা অপরাধে জড়িত মোট ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায়...