পেশাদার ফুটবল লিগ বলা হলেও আদৌ কতটুকু পেশাদারিত্বের মধ্যে হয়ে থাকে তা নিয়ে রয়েছে গভীর সংশয় ও প্রশ্ন। শুধু মাঠের দিকে তাকালেই সেটা দিনের আলোর মতো পরিষ্কার! এক বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনও দলের নিজস্ব স্টেডিয়াম নেই, যেখানে পেশাদারিত্বের সঙ্গে ম্যাচ হতে পারে। তাই প্রতিটি মৌসুমে ধার করে ঢাকার বাইরের জেলাকে ভেন্যু করতে হচ্ছে। কিন্তু সেই ভেন্যুগুলো উপযুক্ত হলে তো? শুরু থেকে বেশ কিছু দিন অনেকটা ‘অনুপযুক্ত’ কিংবা অমসৃণ মাঠে খেলাগুলো হয়ে থাকে। এবারও ১৯ সেপ্টেম্বর থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হচ্ছে। তাই বরাবরের মতো প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলোর মাঠ ঠিক আছে তো? নাকি আগের মতোই জোড়াতালির! সত্যি বলতে দেশের ক্লাবগুলো পেশাদারিত্বের মোড়কে ২০০৭ সাল থেকে খেলে এলেও অধিকাংশের অবস্থা আগের মতোই। বর্তমানে আবাহনী, কিংস, পুলিশ, রহমতগঞ্জ, ব্রাদার্স...